ইয়াছিন রানা সোহেল
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের সব প্রতিষ্ঠানের কর্মকান্ডের স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকা জরুরি। স্বচ্ছতা বলতে বোঝায় প্রতিষ্ঠানসমূহের কর্মকান্ড এমনভাবে পরিচালিত হবে; যাতে অন্যরা বিশেষত জনসাধারণ তা দেখতে পায় এবং বুঝতে পারে।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনক্ষে আয়োজিত ‘জনগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রæতি, তথ্য অধিকার আইন ২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দায়বদ্ধতা বা জবাবদিহিতা হলো প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকান্ড এবং সিদ্ধান্ত সমূহের স্বীকৃত দায়িত্ব এবং এই দায়িত্ব সঠিক ও প্রত্যাশিতভাবে পালিত হচ্ছে কি না তা প্রমাণ বা প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানটি যথোপযুক্ত কর্তৃপক্ষ এবং জনগণের কাছে দায়ী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে তাদের কর্মকান্ড বা সেবা প্রদান সম্পর্কে তথ্য প্রদানের স্বীকৃত ব্যবস্থা থাকতে হবে। এই তথ্য প্রদানের ব্যবস্থাই হলো ‘মাধ্যম’, যা স্বচ্ছতাকে বৃদ্ধি করে এবং দায়বদ্ধতাকে নিশ্চিত করে। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সব প্রতিষ্ঠানে সর্বোচ্চ থেকে সর্বনি¤œ পর্যায় পর্যন্ত সকল স্তরের প্রতিষ্ঠানে ওই দুটি মৌলিক উপাদান কার্যকরভাবে বিদ্যমান থাকতে হবে এবং তা দৃশ্যমান হতে হবে।
চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।