‘পার্বত্য এলাকার মানুষের দৌঁড়গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে আওয়ামীলীগ সরকার’ এই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেছেন, পার্বত্য এলাকা আজ উন্নয়নের জোয়ারে ভাসছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করার লক্ষে পাহাড়ের প্রতিটা উপজেলা থেকে শুরু করে প্রতিটা গ্রামে গ্রামে আজ উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সর্বত্র সুফল পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার।
মঙ্গলবার সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এসময় পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
পরে আজিজনগর বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মো. হারুন অর রশীদ, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আছাদুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াই চিং মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কিরানী দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো.জামাল উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী থোয়াই চ মংমার্মা, উপসহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের সহকারী প্রকৌশলী মো.মুজিবুর রহমানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
এদিন মন্ত্রী আজিজনগর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, কেন্দ্রীয় জামে মসজিদের সীমানা প্রাচীর, চিউনী পাড়া ক্যাম্প বাজার মসজিদ, ইউনিয়ন পরিষদ হতে তেলুনিয়া পাড়া পর্যন্ত রাস্তা, দুর্গা মন্দিরের নাটমন্দির, হেডম্যান পাড়া যুবক-যুবতী ক্লাব ঘর, চাম্বি কলেজ, কারবারি পাড়া গীর্জা, চাম্বী হেডম্যান মারমা পাড়া সেবা ঘর, চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজে উঠার সিঁড়ির উদ্বোধন, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর বিআলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর, গ্রোথ স্টোর আজিজনগর চাম্বি মফিজ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।