মিশু মল্লিক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রাঙামাটির কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর সালেহীনের মৃত্যুতে ঘাতক ট্রাক চালককে গ্রেফতার, শাস্তি নিশ্চিতকরণ ও নিরাপদ সড়কের দাবিতে রাঙামাটি সরকারি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে মানববন্ধন পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার(৪ মার্চ) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গণিত বিভাগের শিক্ষার্থীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচার্য্য, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবু সৈয়দ চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমাসহ শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া বলেন, সড়কগুলো আজকাল মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থী ওমর সালেহীন একজন বিজ্ঞানমনস্ক ছাত্র ছিল। ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটি নামক একটি সংগঠনের সে অন্যতম পরিচালক ছিল। কিছুদিন আগে ঢাকায় ডাচবাংলা-প্রথম আলো গণিত উৎসবে তারা দেশসেরা সংগঠনে পুরস্কৃত হয়েছিল এবং সে গত পরশুদিন নিজ হাতে সেই পুরস্কার গ্রহণ করেছিল। গতকাল(রবিবার) সকালে সে ঢাকা থেকে কাপ্তাই ফিরে আসে এবং আজ তার কলেজে এসে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু কলেজে আসার পথেই ঘাতক ট্রাক তার জীবন কেড়ে নিয়েছে। অকালে এভাবে কারো জীবন ঝরে পড়–ক তা আমরা চাই না।
উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) কাপ্তাই উপজেলার ওয়া¹া ইউনিয়নের সাপছড়ি এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ওমর সালেহিন। তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারি মো. আবু তাহেরের একমাত্র সন্তান ছিলেন।