থানচি প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালায় সম্প্রতি অগ্নিকান্ড ও হামলার প্রতিবাদে বান্দরবানে থানচি উপজেলার আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। শনিবার সকালে থানচি বাজারের প্রবেশমুখে চৌরাস্তায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে বাস স্টেশন মুক্তমঞ্চ থেকে বিভিন্ন ফেস্টুন ব্যানার লিফলেট নিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল উপজেলা জনগুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বাজার প্রবেশমুখ প্রধান ফটকে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
সমাবেশে মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংসিং মারমা সঞ্চালনায় ও মেমং মারমা সভাপতিত্বে বক্তব্য রাখে সিংওয়াইমং মারমা, জ্যোতি বিকাশ চাকমা, ব্লগার ফ্রান্সিস ত্রিপুরা, এনজিও কর্মী রেংহাই ম্রো, উক্যপ্রæ মারমা, মুক্তা ত্রিপুরা , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক থং খুমী।
বক্তারা বলেন, আমাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয় তাহলে আরো কঠোর আন্দোলন গ্রহণ করা হবে। প্রয়োজনে আমরা ঢাকার উদ্দেশ্যে লং মার্চ করবো, পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে নীল নক্সা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবে না।