নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে চৈত্র সংক্রান্তি উদযাপন ও মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উপলক্ষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার শত শত নারী পুরুষ ঐতিহ্যাবাহী রং বেরঙের পোশাকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রোববার দুপুরে র্যালিটি মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (আবাসিক) এর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মংসুইহ্লা মারমার সঞ্চালনায় সভাপতি মংনু মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন মারমা ঐক্য পরিষদ এর উপদেষ্টা ও সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মংচোপ্রু চৌধুরী ও মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন। এছাড়াও বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলার শাখার সভাপতি থৈঅং মারমাসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের মধ্য থেকে অন্যান্য সম্প্রদায়ের মতো পুরাতন বাংলা বছরের বিদায় ও বাংলা নববর্ষকে বরণ করে নেওয়াকে মারমারা ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব হিসেবে পালন করে থাকেন। উৎসবের দিনগুলোতে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।