নিজস্ব প্রতিবেদক ॥
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। ঝুঁকিপূর্ণ এই পেশায় দীর্ঘসময় সবাই টিকে থাকতে পারে না। রাঙামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ হচ্ছেন পাহাড়ের জীবন্ত কিংবদন্তী ব্যক্তিত্ব। তিনি পাহাড়ের সাংবাদিকতার বাতিঘর। তাঁর মাধ্যমে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সংবাদ জগত আলোকিত হয়েছে। মকছুদ আহমেদের মতো গুণীজনের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে।
শনিবার সকালে দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫৫ বছর পূর্তিতে প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও সুধী সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সংলাপে অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা সদর জোনের অধিনায়ক লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি, জেলা এএসইউ কমান্ডার মেজর রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াদুদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য্য, দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে। এসময় জেলা, উপজেলার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা করা ছিল অত্যন্ত কঠিন, কারণ তখন সাংবাদিকদের তেমন লজিস্টিক সাপোর্ট ছিল না। সেই কঠিন সময়গুলো জয় করে অদ্যাবদি সাংবাদিক মকছুদ আহমেদ অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন। পাহাড়ে তিনি সাংবাদিকতাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে একজন সফল মানুষ।
সুধী সংলাপ শেষে জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।