নিজস্ব প্রতিবেদক
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ মান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ আলী, রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক চৌধুরী হারুনুর রশিদ, একাত্তর টিভির প্রতিনিধি উচিংছা রাখাইন, নিউজ টুয়েন্টি ফোর এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিটি ঘটনা, সমাবেশ সবকিছুই জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। সাংবাদিকদের কারণেই দেশের মানুষ সঠিক ও সত্য সংবাদ জানতে পারছে। কিন্তু বরাবরই এসব সমাবেশে টার্গেট হচ্ছেন সাংবাদিকরা। তাদেরকে মারধর করা হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে সাংবাদিকতা ও সংবাদপত্র চলতে পারে না। রাজনৈতিক দলগুলোর সংবাদ প্রচারে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করে গেলেও তারাই আবার সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ এই হামলার নিন্দা জানিয়ে অতিসত্ত¡র দোষিদের গ্রেপ্তারের দাবি জানান।