সাইফুল হাসান/রিকোর্স চাকমা
রাঙামাটিতে বিভিন্ন প্রিন্ট, ইলেক্টট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’র আয়োজনে এবং দি এশিয়া কাউন্ডেশনের সহযোগিতায় আশিকা কনভেনশন হলে দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের অতিরিক্ত উপ-পরিচালক আল মামুন মিয়া। এতে আরও বক্তব্য রাখেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, এবিইউনেক্স এর প্রধান নির্বার্হী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দি এশিয়া ফাইন্ডেশন প্রকল্প সমন্বয়কারী মিন্টু চাকমা, আশিকার উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদার, প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সকলে দেশের নাগরিক, দেশ যেমন আমাদেরকে সব কিছু দিচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদেরও দেশের জন্য কাজ করতে হবে। দেশের কাজে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, তথ্য অধিকারের মাধ্যমে সরকার জনগণকে ক্ষমতায়ন করেছে। জনগণ রাষ্ট্রের মূল মালিক তাই সরকার চায় তার কাজকর্ম এবং তার কর্মচারীরা কি করছে তা যেনো জনগণ জানুক। এতে করে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। প্রশিক্ষণ থেকে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে ধারণা ও বিস্তারিত আলোচনা করা হয়। এতে রাঙামাটির কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্টট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ৫০জন সাংবাদিক অংশগ্রহন করেন। কর্মশালা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেষ হবে।
সাংবাদিকদের জন্য আশিকা’র কর্মশালা রাঙামাটিতে
ব্রেকিং নিউজ
1 Min Read
Previous Articleপ্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে পার্বত্য মন্ত্রীর সেতু পরিদর্শন
Next Article খাগড়াছড়ি জেলায় ১৭৮ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.