আলীকদম প্রতিনিধি
বান্দরবানের লামা ও আলীকদমে কর্মরত সাংবাদিকদের নিয়ে আলীকদম সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে লামা ও আলীকদম সাংবাদিকদের সমন্বয়ে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসি। এতে আরও উপস্থিত ছিলেন মেজর মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি (উপ-অধিনায়ক ৩১ বীর আলীকদম জোন)। আলোচনা সভায় লামা ও আলীকদম উপজেলার প্রেসক্লাব সহ অনান্য সাংবাদিক সংগঠনের সকল সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোন ধরনের সহিংসতা সৃষ্টির সম্ভাবনা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এলাকায় যাতে সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সর্বদা সতর্ক থাকার আহŸান জানান জোন কমান্ডার।