রাজস্থলী প্রতিনিধি ॥
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে রাঙামাটির রাজস্থলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে রাজস্থলীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকারের সঞ্চালনায় ও রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খাঁনের সভাপতিত্বে এই মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মনোরঞ্জন দাশ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চাথোয়াইমং মারমা, আইয়ুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ, মিন্টু কান্তি নাথ, মোঃ সুমন, উচাপ্রু মারমা।
মানববন্ধনে সাংবাদিকরা গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানান বক্তারা।