খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একাত্তর টেলিভিশনের সংবাদদাতা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে।
এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দুলাল হোসেন এর সঞ্চালনায় ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও টিআইবি-খাগড়াছড়ির ম্যানেজার মো. আব্দুর রহমান।
বক্তারা দ্রুত গোলাম রব্বানি হত্যার নির্দেশদাতা বাবু চেয়ারম্যানসহ সকল হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এছাড়া সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।