শংকর হোড়
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ এবং সুষ্ঠুু বিচার দাবিতে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সুজন’র সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার, সংবাদকর্মী জিয়াউল হক, সাইফুল হাসান, উচিংছা রাখাইন কায়েস ও মঈনুদ্দীন বাপ্পী।
এসময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে মূল আসামিকে গ্রেপ্তারে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতে সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। একজন সংবাদকর্মী দেশের অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে এভাবে হত্যার শিকার হলে দেশের অগ্রযাত্রা মুখ থুবড়ে পড়বে। সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। আর যাতে কারো মায়ের কোল খালি হতে না হয় এবং সাংবাদিক সমাজ যেন নির্ভয়ে দুর্নীতিবাজদের মুখ উন্মোচন করতে পারে সেজন্য দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।