নিজস্ব প্রতিবেদক
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বেড়ে যাওয়াায় ডুবে গেছে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক অংশ। এতে সাজেক বেড়াতে এসে আটকা পড়েছেন প্রায় আড়াইশ পর্যটক। মঙ্গলবার বিকাল থেকে সাজেক সড়কের একাধিক অংশ পাঁচ থেকে ছয় ফুট পানির নীচে তলিয়ে যায়। এতে সড়কটিতে পর্যটকবাহী যানবাহনসহ সব ধরনের চলাচল বন্ধ হয়ে যায়।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে ১৭টি জিপ, অটোরিকশা ও মোটরসাইকেলযোগে দুই শতাধিক পর্যটক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। এতে যাঁরা বেড়াতে এসেছিলেন, তাঁরা সবাই আটকা পড়েন। নতুন করে কোনো পর্যটক সাজেকে যেতে পারেননি।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, মঙ্গলবার সাজেকে বেড়াতে আসা আড়াই শত পর্যটক আজকে সকালে চলে যাওয়ার কথা ছিল। গতকাল(মঙ্গলবার) থেকে সাজেক-খাগড়াছড়ির সড়কের কবাখালি, বাঘাইহাট বাজার ও মাচালং বাজারে বন্যার পানিতে ডুবে যায়। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। সকালে(বুধবার) কিছুটা পানি কমলেও দুপুরের পর আবারো পানি বাড়তে থাকায় আজকে(বুধবার) আর কোনও স্কর্ট সাজেক থেকে যাচ্ছে না। তাই পর্যটকরা সাজেকে অবস্থান করছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার জানান, সাজেক সড়কের বিভিন্ন অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে সাজেকে আটকা পড়েছেন অন্তত ২৫০ জন পর্যটক। তারা আজকে ফিরতে পারবেন না। বাঘাইছড়িতে বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে।