সাইফুল হাসান
টানা বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছেে। এতে সাজেকে বেড়াতে যাওয়া তিন শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি সড়ক, বাঘাইহাট বাজার সড়ক এবং মাচালং বাজার সড়ক ডুবে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পরে। এতে করে সাজেকের পর্যটকবাহী গাড়ি আটকে পরে।
আরও জানা যায়, সাজেকে ২০টি মোটর সাইকেল, ২০টি চাঁদের গাড়ি (জীপ), ৪টি মাহিন্দ্রা গাড়ি আটকে রয়েছে।
সাজেকের সানচিটা রিসোর্টের স্বত্তাধিকারি বশির আহাম্মদ রাজু জানান, টানা বর্ষন শুরু হওয়ার পর থেকেই পর্যটক কমতে থাকে। তবে গত দুইদিন যাবত রিসোর্ট বুকিং সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাজু আরো জানান, বন্যা পরিস্থিতি বুঝতে পেরে মঙ্গলবার সকালে অধিকাংশ পর্যটক সাজেক থেকে ফিরেছেন, এরপরও বিকালে ফিরার অপেক্ষারত প্রায় শতাধিক পর্যটক সাজেকে আটকা পরেছেন ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, আমি জানতে পেরেছি সাজেকে ২০টি মোটর সাইকেল, ২০টি চাঁদের গাড়ি (জীপ), ৪টি মাহিন্দ্রা গাড়ি আটকে পড়েছে। দীঘিনালা, বাঘাইহাট ও মাচালং এলাকা প্লাবিত হওয়ায় তারা আটকে পরে। তাদেরকে কোন ভাবে পাড় করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমি সার্বিক খোঁজ খবর নিচ্ছি। রিসোর্ট মালিকদের বলে দেওয়া হয়েছে আটকে পড়া্ পর্যটকদের সার্বিক সহযোগিতা করার জন্য। যাদের অগ্রিম বুকিং রয়েছে তা ফেরত দেওয়ার জন্য।