মিশু মল্লিক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক পর্যটক।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট ও মাচালং সড়কে পানি উঠেছে। ফলে খাগড়াছড়ির সাথে সাজেকের যান চলাচল আজ(শনিবার) বন্ধ আছে। তাই শনিবার স্কর্ট ছেড়ে যায়নি এবং খাগড়াছড়ি থেকেও কোন গাড়ি সাজেক আসেনি। শুক্রবার সাজেকে প্রবেশ করা ৩৪০-৩৫০ জনের মত পর্যটক বর্তমানে সাজেক অবস্থান করছেন।
সাজেক-খাগড়াছড়ি কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, খাগড়াছড়ির বিভিন্ন স্থান বন্যার পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে কোন গাড়ি ছেড়ে যায়নি, সাজেক থেকেও কোন গাড়ি ছেড়ে আসেনি। বিকেল পর্যন্ত অপেক্ষার পর পানি না কমায় যান চলাচল করেনি।
সাজেক হিলভিউ রিসোর্টের সত্ত¡াধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন, পর্যটকরা বর্তমানে সাজেকে ঘুরেফিরে সময় কাটাচ্ছেন। কোন অসুবিধা নেই। পানি কমলে পর্যটকরা চলে যেতে পারবেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, যারা আছেন তারা যাতে ভালো থাকেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকাল পর্যন্ত পানি না কমায় আজকে সাজেকে অবস্থান করতে হচ্ছে পর্যটকদের। এখন কেউ যাতে সাজেক ভ্রমণে না আসেন, তাদের সে পরামর্শ দিচ্ছি আমরা।