রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (০৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দ্যেশে তারা ফিরতে শুরু করেন এবং সন্ধ্যার আগেই খাগড়াছড়ি পৌঁছান বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিসোর্ট ব্যবসায়ি সমিতির নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারা দিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দুইটি দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে সাজেক- খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সাজেকে আটকে পড়েন।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানিয়েছেন, যারা মঙ্গলবার বিকালে আটকা পড়েছিলো এবং বুধবার সকালে যাদের চলে যাবার কথা ছিলো দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।
তিনি আরও বলেন, ২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।
বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে, সাজেকে বুধবার একদিনের জন্য পর্যটক গমনে নিরুৎসাহিত করে বিজ্ঞপ্তি দেয় রাঙামাটি জেলা প্রশাসন।
সাজেকে আটকা পর্যটকরা ফিরেছেন
বাঘাইছড়ি
1 Min Read
Previous Articleরাঙামাটিতে পৌরসভার মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন
Next Article রাঙামাটি শহর থেকে আরো একটি বার্মিজ অজগর উদ্ধার
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.