ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে জেলার সাজেকে ইউপিডিএফের এক কর্মীর ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, শনিবার বিকালে সন্তু লারমাধীন জেএসএসের অভিযান ও বিফোর্স চাকমার নেতৃত্বে সাতজনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে থাকা ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার ওপর সশস্ত্র হামলায় চালায়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহত মন্টু চাকমা (৫৫) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত হেঙগি ধন চাকমা।
বিবৃতিতে সচল চাকমা এই হামলার ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যায়িত করে বলেন, ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএইচটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্যাত করে দেয়ার লক্ষ্যে সন্তু গ্রæপ এই হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারী সন্তু গ্রæপের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।(বিজ্ঞপ্তি)