নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে আট পর্যটক আহত হয়েছেন। সোমবার দুপুরে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি (রাঙ্গামাটি-ব-১৬১৮) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া নামক এলাকায় গেলে রাস্তার বাঁক অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ গাড়িতে থাকা আট পর্যটক আহত হয়। আহতদের মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ছয়জনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন পর্যটকরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশরাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০), ও আল আমিন (৩২)।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জন পর্যটককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কারোর অবস্থা গুরুতর নয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানুন সরকার বলেন, আহতদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।