মিশু মল্লিক্ ।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি যাওয়ার পথে ঢাবি ছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়ের করেছে অপহৃত ছাত্রীর বাবা এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সাজেক থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম দানপ্রিয় চাকমা (২৮)। সে সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া গ্রামের বেংগো চাকমার ছেলে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদরের স্মৃতেন্দু বিকাশ চাকমা ও শ্রীলা তালুকদারের কন্যা ঢাকা বিশ^বিদ্যলয়ের লোক প্রশাসন বিভাগের ¯œাতকোত্তরের ছাত্রী দীপিতা চাকমা (২৩) গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৩৬ জন সাজেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা করেন। বুধবার খাগড়াছড়ি সদর হতে চাঁদের গাড়ি যোগে সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দুপুরে সাজেক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিজকছড়া তিন রাস্তার জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে থাকা একমাত্র পাহাড়ী শিক্ষার্থী দীপিতা চাকমাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে অপহরণ করে ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে নিয়ে যায়। অপহরণের সংবাদটি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে অপহরণের ছয় ঘন্টা পর বুধবার ভারত সীমান্তবর্তী মনু আদম এলাকা হতে দীপিতা চাকমাকে উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাজেক থানায় মামলা দায়ের করেন দীপিতার পিতা স্মৃতেন্দু বিকাশ চাকমা। একই ঘটনায় একজনকে গ্রেফতার করে সাজেক থানা পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেন, গতকাল ঢাবি ছাত্রী অপহরণের ঘটনায় আমরা সাজেক থানা ও রাঙামাটি জেলা পুলিশের কয়েকটি টিম একযোগে অভিযান পরিচালনার মাধ্যমে ছাত্রীটিকে উদ্ধার করতে সক্ষম হই। অপহরণে জড়িত থাকার জন্য দানপ্রিয় চাকমা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলটিও আমরা জব্দ করেছি। ছাত্রীটির বাবা এজাহার দায়ের করেছেন। বিষয়টি আইনী প্রক্রিয়াধীন।