মাহমুদুল হাসান, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেক ভ্যালিতে পর্যটকের ঢল নেমেছে। টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের এমন উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার রাতে রিসোর্ট-কটেজে কক্ষ না পেয়ে কয়েক’শ পর্যটক বারান্দা, স্টোর রুম, গাড়িতে রাত কাটিয়েছেন।
বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় গত মঙ্গলবারের আগেই সাজেক ভ্যালির রিসোর্ট-কটেজের সব কক্ষ আগাম বুকিং হয়ে যায় বলে জানায় সাজেক কটেজ মালিক সমিতি।
সাজেকের ব্যবসায়ী মিমহাজ উদ্দিন বলেন, গতকাল(বৃহস্পতিবার) সারা দিন কক্ষ বুকিং ছাড়া অন্তত পাঁচ শতাধিক পর্যটক আসেন, এর মধ্যে কিছু ফিরে গেলেও অন্তত চার শতাধিক পর্যটক রুইলুই ভ্যালিতে রয়ে যান তারা দুপুর থেকে বিভিন্ন রিসোর্ট-কটেজে কক্ষ খুঁজতে থাকেন, কিন্তু খালি না থাকায় কোথাও ভাড়া পাননি। পরে বিকেলের দিকে যে যেভাবে পারেন, স্থানীয় বাসিন্দাদের ঘরে, স্টোর রুমে আশ্রয় খোঁজেন।
ঢাকা মিরপুর থেকে এগারো জনের একটি দলের সঙ্গে ঘুরতে এসেছেন তরুণ মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘দুপুর (বৃহস্পতিবার) থেকে রিসোর্ট-কটেজগুলোয় কক্ষ ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু কোথাও খালি নেই। আমরা সবাই রাস্তায় ঘুরে রাত কাটিয়েছি। আমাদের সঙ্গে আরও অনেক পর্যটক ছিলেন থাকার ব্যবস্থা না হওয়ায় আজ (শুক্রবার) চলে যাবো।
সাজেকের সেনিলুসাই রেস্টুরেন্টের মালিক জাহাঙ্গীর আলম বলেন, টানা ছুটির সময় সাজেক সব সময়ই প্রচুর পর্যটক আসে ভিড় হয় অনেক, অর্ডারের বাইরে পর্যটকদের খাবার খাওয়াতে আমরা বিপাকে পড়ে যাই তবুও আমরা চেষ্টা করি যেন পর্যটকরা অন্তত না খেয়ে যেন না থাকেন।
শনিবার পর্যন্ত সাজেকে এমন ভিড় থাকবে বলে জানান কটেজ মালিক সমিতি।