সাইফুল হাসান
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দপাদা নামক স্থানে একটি পর্যটকবাহী জীপ গাড়ি (রাঙ্গামাটি ব-২১৭৬) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত পাঁচজন পর্যটক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনায় আহতরা হলেন- রংপুরের বাসিন্দা ফুয়াদ(২৫), সাকিব(২২), রাসেল (২৫), ঢাকার বাসিন্দা রিফাত(২২) ও হারুনুর রশিদ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ১২ জন পর্যটক নিয়ে সাজেক হতে খাগড়াছড়ি গমনের পথে উঁচু রাস্তা দিকে নামার সময় ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার সাইডে চলে যায়। তাৎক্ষণিক গাড়িতে থাকা পর্যটকরা লাফালাফি করে নেমে যাওয়ার সময় ১২জনের মধ্যে পাঁচজন পর্যটক আহত হয়। পরবর্তীতে আহতদেরকে স্থানীয় জনগণ ও সেনাবাহিনী সহায়তায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল হক। তিনি জানান, জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ৫জন আহতের সংবাদ পেয়েছি। তবে গুরুতর আহত কেউ নেই।