বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকে উদয়পুর নামক স্থানে বালুবাহি ট্রাক খাদে পড়ে গাড়ির চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মোঃ মনু মিয়া (৩৫)। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাইস্যাছড়া গ্রামে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছয়নালছড়া নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মানের কাজে ব্যবহৃত একটি খালি ট্রাক উদয়পুর থেকে বালু নামিয়ে খালী গাড়িটি দীঘিনালা যাওয়ার পথে উদয়পুর ছয়নাল ছড়া ৩নং ব্রীজ থেকে নামার সময় ব্রেকফেল করে আনুমানিক ৫০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয় বলে জানা যায় এবং একজন গুরুতর আহত হয়। আহত ব্যাক্তির নাম মোঃ গুলজার। তিনি দিনাজপুর জেলার পূর্বপার গাও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক জানান, আমরা একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়াতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছি।