বাঘাইছড়ি প্রতিনিধি
চারদিনের টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়নের নিচু এলাকা ও পৌরসভার ৯ ওয়ার্ড, আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে শতশত মানুষ। সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)
বুধ ও বৃহস্পতিবার বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজেক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসি এর তত্ত¡াবধানে পরিচালিত হয় সেবামূলক কর্মসূচি, চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন টিএম খায়রুল বাশার এএমসি ও তার টিম। আশ্রয়কেন্দ্রে অবস্থানরতসহ বন্যায় কবলিত ছয় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং দেড় শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন।
৫৪ বিজিবি অধিনায়ক লেঃঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাননীয় বিজিবি মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুয়ায়ী বন্যার্তদের পাশে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় সাজেক ইউনিয়নের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, তিনি আরো বলেন, বিজিবি সর্বদা সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের মাঝে আস্থার প্রতীক হিসেবে রয়েছে এবং ভবিষ্যতেও সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন৷
উক্ত কার্যক্রমে ব্যাটালিয়ন সহকারী পরিচালক (এডি) কামাল হোসেন শেখ, কোয়ার্টার মাস্টারসহ ৫৪ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।