মাহমুদুল হাসান, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন সিক্স বেঙ্গল। রবিবার সকালে বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে সাজেক ইউনিয়নে ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম হতে আগত দরিদ্র দুস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ তৌহিদুর রহমান, পিএসসি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, সাজেক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা (কালা কচু) সংরক্ষিত মহিলা মেম্বার রিপিকা চাকমা ও সুমিতা রানী চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, বিভিন্ন এলাকার কার্বারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপকারভোগী উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে লে. কর্নেল তৌহিদুর রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকা অন্যান্য অঞ্চল থেকে আবহাওয়া অনেক বেশি উষ্ণ যার ফলে রাতের সময় অধিক কনকনে শীত পড়ে। তাই অসহায় খেটে খাওয়া দিনমজুর জনসাধারণের পাশে থাকার জন্য এই তীব্র শীতে যেন কেউ কষ্টে না থাকে সেই চিন্তা চেতনা থেকে এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।