ইয়াছিন রানা সোহেল ॥
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্গম সাজেকের দুটি ইউনিয়নের হত দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন পিএসসি। এসময় জোনের উপ অধিনায়ক অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, সাজেক ইউনিয়নের মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন, ইসমাইল হোসেন এবং এলাকার কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।