বাঘাইছড়ি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ৬০ জন গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বাঘাইহাট ব্যাটলিয়ন (৫৪ বিজিবি)
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল, তৈল, চিনি ও আলু।
একই সাথে মেডিকেল অফিসার মেজর মোঃ নাজমুল হাসান, এএমসি এর নেতৃত্বে বাঘাইহাট এলাকার দুইশতাধিক গরিব দুঃস্থদের মাঝে মেডিকেল সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এছাড়াও পাহাড়ি দূর্গম এলাকায় জুপুই ক্যাম্পে জুপুই পাড়া এবং নিউথাংনাং ক্যাম্পে নিউথাংনা পাড়ায় মেডিকেল ক্যাম্পেইন করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি বলেন, আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করি এবং আমি আশা করি বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হয়ে অত্র ব্যাটালিয়ন সর্বদা যেকোন দুর্যোগ পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ পরিবারের পাশে থাকার জন্য প্রস্তুত আছে।