মিশু মল্লিক ॥
মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে এক পর্যটককে অপহরণের সংবাদ পাওয়া গেছে। বুধবার দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই পাড়া পর্যটন কেন্দ্রের অদূরে জিরো মাইল নামক স্থান থেকে দুর্বৃত্তরা এক পর্যটককে অপহরণ করে নিয়ে যায় বলে জানা গেছে। অপহৃত পর্যটকের নাম দিপীকা চাকমা। সে খাগড়াছড়ি সদরের বাসিন্দা।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের অনাবাসিক ছাত্রী দিপীকা চাকমা তার বন্ধুদের নিয়ে সাজেকে বেড়াতে যাওয়ার পথে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার বন্ধুরা পালিয়ে গিয়ে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করলে ঐ পর্যটককে উদ্ধারে কাজ শুরু করে সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে জিরো মাইল নামক স্থান থেকে এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি এখনো সবার কাছে পরিষ্কার নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বেলা ১টার কিছু আগে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী ওই ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারব।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ছাত্রী অপহরণের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্বের সাথে দেখছি। আমরা বাঘাইহাট জোনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে ছাত্রীটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই তাকে অক্ষত উদ্ধার করা সম্ভব হবে।