নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে অপহরণের সাত’দিন পর মুক্তিপণের বিনিময়ে তামাক চাষীর পুত্র কলেজ ছাত্রকে ছাড়লো সশস্ত্র অপহরণকারীরা। অপহৃতের নাম মো. খোরশেদ (১৮)। সে বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার অপহৃতকে মুক্তি দেয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়াস্থ বাগমারা পাড়ায় একটি তামাক চুল্লির ক্ষেত থেকে চাষীর পুত্র’কে অস্ত্রের মুখে সশস্ত্র সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার অপহরণ করে নিয়ে গিয়েছিল। অপহরণের সাত দিন পর অপহৃতের মুক্তিপণ বাবদ ১২ লাখ টাকা নিয়ে অপহৃতকে পাহাড়ের অভ্যন্তরিণ সড়কে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। সে কুহালং ইউনিয়নের বটতলী পাড়ার বাসিন্দার তামাক চাষী মো: মুন্সি মিয়ার পুত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, তামাক চাষীর কাছে অস্ত্রধারী সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল। কিন্তু চাঁদা না দেয়ায় চাষীর পুত্রকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে ১২ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছেন। পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোকে চাহিদা মত চাঁদা না দিলেই অপহরণ বা হত্যা করা হয়।
অপহৃতের পিতা তামাক চাষী মো. মুন্সি মিয়া বলেন, অপহরণের পর অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে পুত্র’কে ছাড়াতে সক্ষম হয়েছি। পুত্র সুস্থভাবে বাড়ি ফিরেছে এতেই খুশি।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, অপহৃত কলেজ ছাত্র উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে যৌথ বাহিনীর তৎপরতায় অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে দিয়েছে। মুক্তিপণের বিষয়টি তাদের জানা নেই।