নিজস্ব প্রতিবেদক ॥
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গী ইজতেমা মাঠে মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সর্বস্তরের তৌহিদী জনতার’ ব্যনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ওলেমা পরিষদের সভাপতি ও রাঙামাটি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, কাউসার আহমেদ, মাওলানা ইমামুদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এসব সাদপন্থিরা দেশে অরাজকতা তৈরি করে বর্তমান সরকারকে বেকাদায় ফলতে এই জঘন্য হামলা করেছে। তারা ঘুমন্ত মুসল্লিদের ওপর আক্রমণ করে হত্যা করেছে। এই অপকর্ম করে তার দমে যায়নি। দেশের বিভিন্ন আলেমদের নামে মামলা দিচ্ছে। তাদের এমন ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশ শেষে আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়।