নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ায় পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সাথে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। রবিবার সকালে রাঙামাটির খামারপাড়া তৈমিদুং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল খীসা(৩২)। তিনি নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
এক বিবৃতিতে এই হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা। তিনি বলেন, ‘আজ(রবিবার) সকাল ৯টার সময় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামার পাড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এতে সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। হত্যাকান্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।’
এই বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির একাধিক নেতার সাথে যোগাযোগ করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দীন জানান, ‘সাপছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি মেম্বার আমাকে নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’