বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বান্দরবান স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এবং সহধর্মিনী’সহ তাদের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আদালত এ আদেশ দেন। অন্যরা হলেন- সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের সহধর্মিণী মেহ্লা প্রু এবং তাদের সন্তান উসিং হাই রবিন বাহাদুর, থোওয়াই শৈ ওয়াং এবং কন্যা ম্যাম্যা খিং ভেনাস। তবে মন্ত্রীর দুই পুত্র বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
দুদকের তথ্যমতে, বীর বাহাদুর উশৈসিং এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
তদন্ত সংস্থাটির ভাষ্য, উশৈসিং ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। সেজন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামীলীগের আমলে ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা ৩০ বছর বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে সাংসদ সদস্য হয়েছেন বীর বাহাদুর উশৈসিং।
মধ্যখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুবছর ক্ষমতায় ছিলো না শুধু। আর আওয়ামীলীগ সরকারের আমলে একটানা ২০ বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপমন্ত্রী পদমর্যাদা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
জেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা বলেন, বান্দরবান জেলায় দুর্নীতির অভিযোগ উঠায় অনেকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন দুদক। দুর্নীতি প্রতিরোধ কমিটি দুদকের চাহিদা মোতাবেক দুর্নীতিবাজদের তথ্য সরবরাহ করে সহযোগিতার কাজটি করছেন। দুর্নীতির সঙ্গে যারা জড়িত সকলের শাস্তির আওতায় আনা উচিত। তিনি যত রাঘবোয়ালই হোক না কেন।
প্রসঙ্গত, আওয়ামীলীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিক্স মার্ডার হত্যা মামলা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মামলাটির তদন্তের কাজ চালাচ্ছেন।