ক্রীড়া প্রতিবেদক
রাঙামাটির তবলছড়ি সবুজ সংঘ মাঠে স্থানীয় ফুটবল খেলোয়াড়দের আয়োজনে বর্ষাকালীন উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে শনিবার।
বিকাল ৪ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ক্রীড়া সংগঠক হাজী মোঃ মুছা মাতব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী সেলিম।
হাজী মোঃ মুছা মাতব্বর উদ্বোধনী বক্তব্যে রাঙামাটি জেলার ক্রীড়াঙ্গনকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছে বলে জানান। তিনি বলেন,জনগনের ভালোবাসায় নির্বাচিত পদে আছি বলেই আমরা জনগনের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করতে পারছি।সবুজ সংঘ মাঠটি জেলা পরিষদের মাধ্যমে সংস্কার করে দিয়েছি। বিগত বছরগুলোতে ক্রীড়াঙ্গনে বিভিন্ন ক্লাব ও সংগঠনকে সহযোগিতা করেছি বর্তমানে তা অব্যাহত আছে ভবিষ্যতেও থাকবে। সামাজিক কর্মকান্ডে সবাইকে সক্রিয় থাকার জন্য তিনি আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ক্রীড়া সংগঠক ওয়াশিংটন চাকমা,মনিরুল ইসলাম,আব্দুস সবুর,আনোয়ার হোসেন,মেহেদী আল মাহাবুব,হুমায়ন কবির,ফজলুর রশিদ,নাছির উদ্দিন সোহেল,সাইফুল আলম রাশেদ,দীপ্ত হান্নান,অজিত শীল,লালু,মিঠু,দিদার,তৈয়ব আলীসহ স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ।
টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহন করে।৪ টি গ্রুপে লীগ পদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হবে।