নিজস্ব প্রতিবেদক ॥
দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর, বাড়িঘর লুটপাট, ধর্ষণসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। মঙ্গলবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার প্রচার সম্পাদক বিজয় করের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নন্দিতা দাশ। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সহ-সভপতি স্বপন মল্লিক, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক খোকন কুমার দে, সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক রাজু শীল, জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবু চক্রবর্তী, জেলা হিন্দু ছাত্র মহাজোটের নির্বাহী সভাপতি প্রিয়ম আইচ, রাঙামাটি রাধা রাসবিহারী মন্দিরের সহ-পরিচালক প্রদীপ দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন এখন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। কথিত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লালমনিরহাটে পিতা-পুত্রের উপর নির্মম নির্যাতন, চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুরে মন্দির ভাঙচুর, যশোরে মতুয়া সম্প্রদায়ের উপর বর্বরোচিত সাম্প্রদায়িক হামলা ও প্রশাসনের উপস্থিতিতে ঢাকার খিলক্ষেতে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি কুমিল্লায় এক সংখ্যলঘু নারীকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। দেশব্যাপী সংখ্যালঘুরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।
বক্তারা আরো বলেন, বিচারহীনতার সংষ্কৃতিই সংখ্যালঘু নির্যাতনকে ত্বরান্বিত করছে। আজ পর্যন্ত ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতন সমূহের সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই অপরাধীরা একই অপরাধ বারবার করছে বলে মন্তব্য করেন বক্তারা।
অনতিবিলম্বে সকল সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় সমাবেশ থেকে।