বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে সার্কেল চীফ (রাজার সনদ) বাতিল, বাজারফান্ড জমি বন্ধক দিয়ে ঋণ সুবিধা চালু করা’সহ ১৭ দফা দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার দুপুরে বান্দরবান ইসলামপুরস্থ দলীয় কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আয়োজিত সম্মেলনে এ দাবী জানানো হয়। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মহাসচিব মো: আলমগীর কবির, সহসভাপতি সাবির আহমেদ, যুগ্ন সম্পাদক মো: সোলাইমান, আব্দুল হামিদ রানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: কামরুজ্জামান, জেলা সভাপতি নাছির উদ্দিন, জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, রাজার সনদের নামে পাহাড়ের বাঙ্গালীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। অবৈধ অর্থের আদানপ্রদান হচ্ছে। সার্কেল চীফ বা রাজার সনদ প্রথা বাতিল করে স্থানীয় বাসিন্দাদের জন্য জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসক সনদে বৈধতা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। একি দেশে দু’ধরণের আইন সাংবিধানিক অধিকার পরিপন্থী। তিনি আরও বলেন, কেএনএফ’সহ পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো পার্বত্যবাসীকে জিম্মি করে চাঁদার স্বর্গরাজ্যে পরিনত করেছে পাহাড়। চাঁদার টাকায় কেনা অবৈধ অস্ত্র দিয়ে আবার পার্বত্য চট্টগ্রামে নতুন নতুন আস্তানা তৈরি করছে সশস্ত্র গ্রুপগুলো। পাহাড়ের উন্নয়ন কর্মকান্ড এবং পর্যটন শিল্পের বিকাশে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানোর দাবী জানাচ্ছি।