জিয়াউল জিয়া
বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে দেশব্যপী সিরিজ বোমা হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে শহরের বনরূপায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমা সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, রফিকুল মাওলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যপী সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছিল। বিএনপি-জামাত জঙ্গীদের মদদ না দিলে একসাথে সারা দেশে বোমা হামলা করতে পারতো না। তারা চেয়েছিলো এই দেশেকে জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে। সেই চেষ্টা তারা এখনো চালিয়ে যাচ্ছে।
বক্তরা আরও বলেন, ২০০১ সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কোন নেতাকর্মী ঘরে থাকতে পারে নি। নানা ভাবে হয়রানি মূলক হামলা দেয়া হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আমাদের নেতা
দীপংকর তালুদকার বলেছিলো আমরা কাউকে হয়রানি মূলক মামলা দিব না। সবাইকে সাথে নিয়ে সুন্দর রাঙামাটি গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, ২০০৫ সাল বাংলাদেশর জন্য একটি কালো দিন ছিলো। সেই সময় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চেয়েছিলো বিএনপি-জামাত সরকার। তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে আবারও দেশ জঙ্গী রাষ্ট্রে পরিনত হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচন বাধা দিলে রাজপথে থেকে তা আমরা প্রতিহত করবো। নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ও আঞ্চলিকভাবে ষড়যন্ত্র চলছে। দলীয় নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। যে কোন
পরিস্থিতি যাতে আমরা মোকাবেলা করতে পারি। রাজপথে অতন্দ্র পহরীর মতো থাকতে হবে। যাতে করে রাঙামাটিতে বিএনপি-জামাত জোট কোন ভাবে বিশৃঙ্খলা করতে না পারে।