অনুপম মারমা, থানচি
বান্দরবানের থানচি উপজেলার সীমান্তে ¤্রাে ও ত্রিপুরা জনগোষ্ঠীর খাদ্যসঙ্কট মোকাবেলায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে উপজেলা প্রশাসন। ১০০ পরিবারের জন্য জরুরি ত্রাণ সামগ্রী মধ্যে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তৈল ১ কেজি, লবণ ১ কেজি করে থানচি বাজার নদীর ঘাট হতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বার মাধ্যমে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তিনটি ইঞ্জিন চালিত বোট করে খাদ্যসামগ্রী প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মামুন সাংবাদিকদের বলেন, থানচিতে দুর্গম এলাকাগুলো নেটওর্য়াক না থাকার আমরা সব খবর যথাসময়ে পায়নি। তারপরও সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি সাথে যোগাযোগ করে খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছি। সীমান্তে সকল পরিবারকে আসন্ন জুমের ধান কাটা পর্যন্ত তাদের খাদ্য এবং শিশুদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে।