রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির রাজস্থলী উপজেলাতে নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ট্রাক দুর্ঘটনায় চালকের সহকারী মো. শাকিল(২২) নিহত হয়েছে। রবিবার আনুমানিক রাত ৪টার সময় জুরাছড়ি থানার অন্তর্গত দুমদুমিয়া ইউনিয়নের ৩৫ কিলো ৪১বিজিবি আওতাধীন সীমান্ত সড়কের কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের চালক মাইনুদ্দিন নয়ন (২৮) গুরুতর আহত হয়। সীমান্ত সড়কের কাজে নিয়োজিত লট-টিএস ৪৬০৯ নম্বরের এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে গেলে গুরুতর আহত হয় চালক ও তাঁর সহকারী। দুর্ঘটনার সংবাদ পেয়ে সাইচল আর্মি ক্যাম্প তাদেরকে উদ্ধার করে ভোর ৫.৩০ টার সময় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
নিহত চালকের সহকারী শাকিল উদ্দিন চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নাপিত পুকুরিয়া নামক গ্রামের মনছব আলির সন্তান এবং আহত চালক মাইনুদ্দিন নয়ন বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের রাজবিলা মুসলিম পাড়া গ্রামের কোরবার আলির সন্তান।
সেনাবাহিনী উদ্ধার করে দুইজনকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক শাকিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত চালক মাইনুদ্দিন নয়নকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, সংবাদ পেয়ে রাজস্থলী থানা পুলিশ উক্ত মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং মৃত ব্যক্তির মরদেহ তার নিকটতম আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।