হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ।।
রাজস্থলী-বিলাইছড়ি- জুরাইছড়ি নির্মাণাধীন সীমান্ত সড়কে একটি চাঁদের গাড়ী (ঠ৭০) খাদে পড়ে ২ জন নিহত হয় এবং গুরুতর আহত হয় আরও ৬ জন।
মঙ্গলবার সন্ধ্যায় থুম পাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে এই গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহতদের মধ্যে ড্রাইভার চিংনুমং মারমা (২০) রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বালুমুড়া পাড়ার বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। মনু চাকমা নামক আরেক ব্যক্তি নিহত হয় । এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কালাকেতু (৫০) বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮), সুরেশ চাকমা (২৫), তারা সকলে জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে প্রয়োজনীয় সদাই কিনে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পানকাটা ছড়া নামক এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের মৃত্যু হয়। অন্য সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেক জনের মৃত্যু হয়। আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানান রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ।
তিনি জানান, মঙ্গলবার রাত ৭ টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে ২ জনকে মৃত পাওয়া যায়। অপর ৬ জনের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।