নিজস্ব প্রতিবেদক ॥
‘সচেতন, সোচ্চার ও সংগঠিত জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি এফপিএবি এর সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক প্রধান শিক্ষক সত্য প্রিয় চাকমা’র সভাপতিত্বে ও অরণ্য ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউদ্দিন মহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুজন এর রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সাবেক কর্মকর্তা আশীষ বড়–য়া, সাবেক কর্মকর্তা মাহমুদুল হক, এফপিএবি সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান চিত্রসেন চাকমা, সংবাদকর্মী শংকর হোড়।
এসময় বক্তারা বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অমিত সম্ভাবনা নিয়ে বাংলাদেশ সৃষ্টি হলেও, আজও জাতিগতভাবে আমাদের সুদীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ হয়নি। কিছু কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হলেও অপরাজনীতি, অপশাসন, সর্বস্তরে দুর্নীতি-দুর্বৃত্তায়ন এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক অনুন্নয়ন ও তাদের প্রতি ব্যাপক বঞ্চনা আমাদেরকে বিভিন্নমুখী সংকটের আবর্তে জড়িয়ে ফেলছে। এই অবস্থা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর তথা রাষ্ট্রকে ক্রমাগতভাবে দুর্বল করে ফেলছে এবং জাতিকে ফেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই বিষয়ে সোচ্চার হতে পারলেই তবেই সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব।