নিজস্ব প্রতিবেদক
অন্তর্র্বর্তীককালীন সরকারে উপদেষ্টা হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে নিয়োগ প্রদানের বিরোধিতা করেছে রাঙামাটির সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের মাধ্যমে সুপ্রদীপ চাকমার নিয়োগের বিরোধিতা করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে কোনওধরনের আলোচনা ছাড়াই সুপ্রদীপ চাকমাকে পাহাড়িদের প্রতিনিধিত্ব হিসেবে নিয়োগ দেয়ায় পাহাড়বাসী হতাশ। উনার যোগ্যতা নিয়ে প্রশ্ন না থাকলেও তিনি আওয়ামীলীগের আমলে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এখনো উন্নয়ন বোর্ডের দায়িত্বে রয়েছেন। নতুন সরকার নতুন কাঠামোতে দেশ পরিচালনার অঙ্গিকার করলেও আওয়ামীলীগের একজন সুবিধাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বেমানান বলে দাবি করেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ক্যাচিংনু মারমা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী রিকেল চাকমা।