নিজস্ব প্রতিবেদক
প্রথমবার অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বক্সিং প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন রাঙামাটির সন্তান সুর কৃষ্ণ চাকমা ও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথম অংশগ্রহণকারী লেকি চাকমাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটির জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ। শনিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি ডিস্ট্রিক ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজি মুছা মাতব্বর। এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বক্সার সুর কৃষ্ণ চাকমা ও ক্রিকেটার লেকি চাকমা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু চাকমা, ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আশীষ চাকমা নব। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাছির উদ্দিন সোহেল।
এমন অনুষ্ঠান আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা বলেন, যারা আমাদের এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় যারা আর্থিক সুবিধার অভাবে এগিয়ে আসতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি গ্রাম থেকে সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। পাহাড়ের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানরা একটু সহযোগিতা পেলে পাহাড় তথা বাংলাদেশের নাম বিশ^ দরবারে তুলে ধরতে পারবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমারা যাতে অসময়ে ঝরে না যায়, সেজন্য কর্তৃপক্ষকে দৃষ্টি রাখারও আহŸান জানান তারা।
আলোচনা সভা শেষে বক্সার সুর কৃষ্ণ চাকমা ও ক্রিকেটার লেকি চাকমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।