লংগদু প্রতিনিধি ॥
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে ৭ হতে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সপ্তাহব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, এতিমখানায় খাবার বিতরণ, পুষ্টি বিষয়ক মা সমাবেশ, পুষ্টি কুইজ প্রতিযোগিতা, প্রবীণ পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার, নিরাপদ খাদ্য নিরাপত্তা ও নগর পুষ্টি বিষয়ক সেমিনার এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী’র সভাপতিত্বে সমাপনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মেডিক্যাল অফিসার ডা. সালাহউদ্দিন আজগর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খাদ্য, স্বাস্থ্য ও পুষ্টি এই তিনটি বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুস্বাস্থ্য ও সুস্থ মনের জন্য প্রতিদিন পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন। দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে হলে একজন ব্যক্তির জন্য সুষম খাদ্য নির্বাচন, খাদ্যের সহজলভ্যতা ও পুষ্টিমূল্য বজায় রাখা জরুরি। অর্থনৈতিক অবস্থা, খাদ্য উৎপাদন, খাদ্য বিতরণ ব্যবস্থা, খাদ্যাভ্যাস ইত্যাদির উপরও পুষ্টি অনেকটাই নির্ভর করে।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, বগাচত্বর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমানসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।