রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ও প্রথম বিভাগ ফুটবল লীগের সৃষ্টি স্পোর্টিং ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ মে ২০২৪ এক জরুরি সভায় সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক আগামী দুই বছরের জন্য এসএম কামরুল ইসলাম হিরুকে সভাপতি ও হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির আংশিক অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি আব্দুল মোমেন। সভা সঞ্চালনা করেন খোরশেদ আলম জনি। এসময় আরো উপস্থিত ছিলেন বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি আদনান পাশা সুজা, ওয়াহিদুল আলম, ওমর ফারুক আলমগীর, জাহিদুল আলম রনি, খায়রুল বাশার মনির, বজলুর রহমান বজলুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত জরুরি সভায় দ্রুততার সাথে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়।(বিজ্ঞপ্তি)