রাঙামাটির নানিয়চরের ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার নিহতের ঘটনায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিখিল নাথ (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় নানিয়ারচর থানা পুলিশ।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০০৬ সালে নানিয়ারচর উপজেলার বগাছড়িতে এলাকায় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে ক্যাপ্টেন মোঃ নুরুল আলম গাজী (২৪ ই বি) নিহত হন। হত্যা মামলার ০১ নং আসামী ছিলেন নিখিল নাথ (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায় নিখিল নাথ, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক। তিনি একজন পাহাড়ি মহিলাকে বিয়ে করেন। সাবেক্ষং ইউনিয়নের দক্ষিণ পাড়া নামক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ সূত্র থেকে জানা যায়, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ নাজির আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হতে নিখিল নাথ (৫০) আটক করে নানিয়ারচর থানা হেফাজতে নিয়ে যায়।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম জানান, ২০০৬ সালে ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব টহল দলে সন্ত্রাসী হামলায় ক্যাপ্টেন মোঃ নুরুল আলম গাজী (২৪ ই বি) নিহত হন। উক্ত ঘটনায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।
সেনা কর্মকর্তা হত্যায় ওয়ারেন্টভুক্ত আসামী নিখিল গ্রেপ্তার
রাঙামাটি
1 Min Read
Previous Articleরূপনা ও মনিকার মতো প্রতিভাময়ী হতে হবে : পার্বত্য উপদেষ্টা
Next Article অপারেশন ডেভিল হান্টে পৌর কাউন্সিলরসহ ২ জন গ্রেফতার
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.