নিজস্ব প্রতিবেদক
ছবি মারমা, সেন্ট ট্রিজার স্কুলের সহকারি শিক্ষক, স্ট্রোক পরবর্তী নানান শারীরিক জটিলতায় ২৬ জুলাই ২০২৩, রাত ১১টা ৩০ মিনিটে জেলা খাদ্য গুদাম এলাকার নিজ বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত ছবি মারমার একমাত্র সন্তান মেরিলিন এ্যানি বলেন, “মা স্ট্রোকের পর খানিকটা প্যারালাইজড হলেও কিছুটা রিকভার করেছিল, আজ সকালেও ভাল ছিল। হঠাৎ কি হয়ে গেলো”।
ছবি মারমা সদা হাস্যোজ্জ্বল ও মাতৃত্ব সুলভ আচরণের কারণে স্কুলের প্রাক্তন, বর্তমান সকল ছাত্র-ছাত্রীর কাছেই খুব প্রিয় ছিলেন, জানালেন মেয়ে মেরিলিন এ্যানি। তিনি তাঁর মায়ের আত্মার শান্তির জন্য সকলের আর্শিবাদ প্রার্থনা করেছেন।