খাগড়াছড়িতে ৭০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা সদরের পেরাছড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনজিব ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, খাগড়াছড়ির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হলে সংসারে অভাব অনটন থাকবেনা। থাকবে স্বচ্ছলতা। আর পুরুষের পাশাপশি নারীদের আর্থিকভাবে স্বচ্ছল করতেই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। যাতে করে ঘরে বসেই নারীরা সংসারে কাজের পাশাপাশি সেলাই কাজ করে অর্থ উপার্জন করতে পারে।
অনুষ্ঠান শেষে এমডিজি, প্রশিক্ষনার্থী ও এলজিএসপির অর্থায়নে প্রশিক্ষনার্থীদের মাঝে ৭০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।