রাঙামাটি পার্বত্য জেলায় স্ট্রবেরি চাষ পাইলট প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার মোট ২৫জন কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে বৃহস্পতিবার সকালে জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমার সভাপতিত্বে কর্মশালায় কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হারুনুর রশিদ খান, কৃষ্ণ প্রসাদ মল্লিক, অতিরিক্ত পরিচালক (শষ্য) তপন পাল ও কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমেই সুফল আসে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে আগামিতে এ অঞ্চলে অন্যান্য ফলের ন্যয় স্ট্রবেরি চাষেও সফলতা বয়ে আনতে হবে। তিনি বলেন, এটি একটি সুস্বাদু ও ভিটামিন সি যুক্ত ফল। বাইরের দেশের ন্যায় এদেশেও এর চাহিদা প্রচুর রয়েছে। তাই সরকার স্ট্রবেরি চাষের প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি এখন ফল চাষেও অনেক সুনাম অর্জন করেছে। এদেশের ফল অনেক দেশে রপ্তানি হচ্ছে। সমতল অঞ্চলের ন্যায় পার্বত্য অঞ্চলেও এখন প্রচুর পরিমানে ফল উৎপাদন হচ্ছে এবং পার্বত্য অঞ্চলের উৎপাদিত ফল বিষ এবং ফরমালিনমুক্ত হওয়ায় বাইরের ভোক্তাদের কাছে এর একটি আলাদা চাহিদা এবং কদর রয়েছে। তিনি স্ট্রবেরি চাষে সফলতা বয়ে আনতে পরিষদ হতে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে চেয়ারম্যান অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।