শুভ্র মিশু ॥
রাঙামাটিতে নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুধবার সকালে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রিজার্ভ বাজার ঝুল্লিক্যা পাহাড়স্থ স্বধর্ম বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এতে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ধর্মীয় দেশনা দেন রাঙামাটি বুদ্ধাকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণা পাল থের ও কাটাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাদর্শী থের।
অনুষ্ঠানের স্বর্ধম বৌদ্ধ বিহারের সভাপতি মাখন লাল বড়ুয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙামাটি জেলা সভাপতি অরূপ মুৎসুদ্দি, স্বধর্ম বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সদস্য উদয়ন বড়ুয়া, এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সদস্য সচিব অজিতাপ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৌদ্ধ যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ছোটন বড়ুয়া।
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক মুন্না বড়–য়া, অর্থ সচিব সৌরভ বড়–য়া শুভসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বৌদ্ধ ধর্মীয় পূর্ণাথীরা এতে উপস্থিত ছিলেন।