ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙামাটির জেলার রাজস্থলী উপজেলা সদর গাইন্দ্যা ইউনিয়নে পোয়াইতু ও ম্রওয়া পাড়া সড়কে চলাচলের উপযোগী করার লক্ষে গত দুই দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সচেতন মারমা নাগরিক সমাজের সদস্যবৃন্দ।
জানা যায়, গত মাসে টানা বৃষ্টিতে পাহাড়ের ঢলের পানিতে পাড়ার একমাত্র চলাচল সড়কের বেশ কয়েকটি স্থানে বড় বড় ভাঙ্গনসহ পাহাড়ধসের ঘটনায় গত এক মাস ধরে একেবারে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল সড়কটি। এতে রাজস্থলী উপজেলা সদরের সাথে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দৈনিক পাড়ার শত শত লোকজন পায়ে হেঁটে দীর্ঘ সাত থেকে আট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে উপজেলা সদরে বাজার সহ রাজস্থলী সরকারি কলেজ ও রাজস্থলী উচ্চ বিদ্যালয়ের পড়–য়া ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে।
এলাকাবাসী জানান, পাড়াবাসির দুর্ভোগের কথা চিন্তা করে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইলুমং মারমা, উপদেষ্টা ক্যথুই মারমার উদ্যোগে গত দুই দিন ধরে সচেতন মারমা নাগরিক সমাজের সদস্যদের সাথে নিয়ে রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের উপযোগী করতে রাস্তা ভাঙ্গণ ও ধ্বংসের বেশ কয়েকটি স্থানে এলাকার প্রায় ১২০ নারী-পুরুষ মিলে স্বেচ্ছাশ্রমে কাজ করছে।
ইউপি সদস্য থোয়াইউচিং মারমা বলেন, পাড়াটি থেকে রাজস্থলী উপজেলা সদর একেবারে কাছে মাত্র ৭কিলোমিটার। গত মাসের প্রবল বর্ষণে যে হারে রাস্তাটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা বড় ধরনের প্রকল্প গ্রহণ করা ছাড়া সংস্কার করা সম্ভব নয় বলে জানান। অন্য দিকে বৃষ্টিও থামছে না। পাড়ার স্কুল ও কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠান যেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এলাকাবাসী ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা এবং সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইলুমং মারমার উদ্যোগে গত কয়েকদিন ধরে রাস্তাটিতে এলাকার প্রায় ১২০ জন নারী-পুরুষ নিয়ে রাস্তা সংস্কারের স্বেচ্ছাশ্রমে কাজ করছে। এমন উদ্যোগটি গ্রহণ করায় এলাকাবাসীর পক্ষ থেকে সচেতন মারমা নাগরিক সমাজের নেতৃবৃন্দর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় রাস্তাটির সংস্কারের কাজ ধরা সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আলাপকালে তিনি বলেন, রাস্তাটির চলমান কাজের ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাস্তাটি যানবাহন চলাচল উপযোগী করে তুলতে কাজ শুরু করবে বলে জানান।