স্বৈরাচারী আওয়ামী সরকারকে উৎখাতে অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে বিপ্লবী অভিবাদন জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
৫ আগস্ট ২০২৪ (সোমবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে বিপ্লবী অভিবাদন জানিয়ে পিসিপির কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বলেন, সারা দেশে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার উৎখাত হয়েছে। বীরোচিত জনগণ গণভবন দখল করে বিজয় উল্লাস করছে। এই বিজয় স্বৈরাচারী শাসনব্যবস্থা, দুর্নীতি, অবিচার ও অপকর্মের বিরুদ্ধে বিজয়। এই বিজয়কে অব্যাহত রেখে পাহাড়-সমতলে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করতে হবে।
নেতৃদ্বয় আরো বলেন, পাহাড়ে আলোচিত কল্পনা চাকমা অপহরণ, শহীদ বিপুল চাকমা-মিঠুন চাকমা হত্যাসহ সকল হত্যাকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সংঘটিত গণহত্যার বিচার এবং পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহার করতে হবে। দীর্ঘ ৫ বছরের অধিক কারাগারে আটক থাকা পিসিপি নেতা কুনেন্টু চাকমাসহ সারা দেশে রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।